হজ্জের সুন্নত কয়টি ও কী কী?
১➤ তাওয়াফে কুদুম বা প্রথম তাওয়াফ করা (শুধু যারা ইফরাদ ও কিরান হজ্জকারিদের জন্য)।
২➤ তাওয়াফের সময় রমল করা [(প্রথম তিন চক্কর দেওয়ার সময় সৈনিকের মতো বীরদর্পে চলা)দৌড়ামত করে দেওয়া ]
৩➤ খলিফা অথবা তাঁর প্রতিনিধি তিনদিন তিনস্থানে খুতবা প্রদান করা বা ভাষণ দেওয়া। (১/ ৭ জিলহজ কাবা শরিফের হারাম শরিফে মধ্যে ২/ ৯ জিলহজ আরাফায় মসজিদে নামিরাতে ও ৩➤ ১১ জিলহজ মিনাতে।)
৪➤ আট জিলহজ মক্কা শরিফ থেকে মিনাতে গিয়ে ফজর, যোহর, আসর, মাগরিব ও এশারের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এবং রাতে সেখানে অবস্থান করা।
৫➤ ৯ জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের দিকে রওনা হওয়া।
৬➤ অকুফে আরাফা বা আরাফাতের ময়দানে অবস্থানের জন্য সকালে অর্থাৎ দুপুরের পূর্বে গোসল করা।
৭➤ হাজ্জিরা মিনার থেকে ৯ জিলহজে ফজরের নামায়ের পরে আরফাতের ময়দানের উদ্দেশ্যে রাওনা দিবেন।
৮➤ কোরবানির দিনগুলোতে মিনায় রাত যাপন করা
৯➤ ১০ জিলহজ, ১১ জিলহজ ও ১২ জিলহজে মিনাতে রাত যাপন করা।
১০➤ মিনা থেকে মক্কা শরিফ প্রত্যাবর্তনের সময় “মুহাচ্ছার” নামের জায়গায় কিছুসময় অবস্থান করা।
✪ উপরের হজ্জের দশটি সুন্নত এর কথা বলা হয়ে। এই হজ্জে সুন্নত গুলো বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এই দশটি সুন্নত ছাড়া আরো অনেক সুন্নত আছে। যেহেতু হজ্জের সুন্নত কয়টি ও কী কী মধ্যে এই দশটি সুন্নত বেশি গুরুত্বপূর্ণ।