কেয়ামত কী বারে হবে

কেয়ামত কী বারে হবে

কেয়ামত কী বারে হবে ?

কেয়ামত কী বারে হবে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন! কেয়ামত হবে শুক্রবারে, শুক্রবারে সকাল বেলা থেকে কেয়ামত শুরু হবে এবং তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাবার পরে হঠাৎ করে কোন এক শুক্রবারে সূর্য পশ্চিম দিক দিয়ে উদয় হয়ে যাবে। কেয়ামত কী বারে হবে এটা সবার জানার প্রয়োজন এবং নিজে সব সময় মৃত্যু জন্য প্রস্তুত করে রাখতে হবে।

মৃত্যু কী?

যে কোন প্রাণির শারিরিক কর্মকাণ্ড ও শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং খাদ্য গ্রহণ বন্ধ হয়ে যায় তাকে মৃত্যু বলে। যে প্রাণির জন্ম হয়েছে, সেই প্রাণির মৃত্যু অনিভারর্য়! এক কথায় যার জন্ম আছে তাহার মুত্যু আছে। প্রতিটি প্রাণির জন্মের আগে রুহ বা জান রুহুর জগতে থাকেন। রুহুর জগতে যার সাথে দেখা হয়েছে, এই পৃথিবীতে তার সাথে দেখা হবেই! এটায় নিয়ম সৃষ্টিকর্থর নিয়ম। আর রুহুর জগতে যার সাথে যেমন সম্পর্ক ছিল এই পৃথিবে তার সাথে তেমন সম্পর্ক থাকবে। আর এই পৃথিবী বা বিশ্বরজগৎ শেষ হয়ে যাওয়াকে কেয়ামত বলে।

কেয়ামত কী বারে হবে

কেয়ামতে পরে আখিরাত জিবন শুরু হবে। তাই আমাদের সবাইকে কেয়ামত কী বারে হবে জানার প্রয়োজন। কেয়ামত কী বারে হবে বা নিজেকে এই ভাবে প্রস্তুত করতে হবে যে, যেন আখিরাতের দিনে আল্লাহর কাছে জবাব দিতে পারি। আখিরাতের দিনে সবাইকে নিজ নিজ কর্মের হিসাব দিতেই হবে। পৃথিবীতে যে ভালো কাজ করেছে এবং আল্লাহর আনুগত্য করেছে সে জান্নাতে যাবে এবং যে আল্লাহর আনুগত্য করেনি সে জাহান্নামের যাবে। তাই সবাইকে আল্লাহর ভয় রাখতে হবে মূখে এবং মনে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *