নখ কাটার সুন্নাত পদ্ধতি

নখ কাটার সুন্নাত পদ্ধতি 

পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নখ কাটার সুন্নাত পদ্ধতি বলতে কিছুই নেই।  হযরত মোহাম্মদ (সঃ) নখ কাটার সুন্নাত পদ্ধতির কোন বিশেষ নিয়ম বা দিন শিক্ষা দেননি। বিভিন্ন বই এ নখ কাটার বিভিন্ন নিয়ম, উল্টোভাবে নখ কাটা, অমুক নখ থেকে শুরু করা ও অমুক নখে শেষ করা, অমুক দিনে নখ কাটা বা না কাটা ইত্যাদির ফজিলত বা ফলাফল বর্ণনা করা হয়েছে। যেমন ডান হাতের শাহাদত ঙ্গুল থেকে নখ কাটার সুন্নাত পদ্ধতি বলা এবং বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল থেকে নখ কাটার সুন্নাত পদ্ধতি বলা। নখ কাটার জন্য এ সকল নিয়ম পালন করাও সুন্নত বিরোধী কাজ। এবং এই সব বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নখ কাটতে নির্দেশ দিয়েছেন পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য।  আল্লাহ যেন আমাদের সহীহ সুন্নতের মধ্যে জীবন যাপনের তওফিক প্রদান করেন।

নখ কাটার সুন্নাত পদ্ধতি

তবে কিছু নখ কাটার সুন্নাত পদ্ধতি আছে

নিয়মিত নখ কাটা ইসলামের অন্যতম বিধান ও সুন্নত। হযরত মোহাম্মদ (সঃ) প্রতি জুম্মা নামাজের আগে নখ কাটতেন। সেই হিসাবে প্রতি জুম্মা নামাজের আগে নখ কাটা সুন্নাত।

মহান আল্লাহর তায়ালা নিজেই পরিষ্কার পরিচছান্ন এবং সেই সাথে রাসূল (সঃ) পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যে কোন বারে, যে কোন সময়ে, হোক সেটা রাতের সময় এক কথায় সব সময় নখ কাটা যাবে। আবার নখ কাটা গুলো পরিষ্কার জায়গায় ফালা উত্তম। অন্যদিকে অপরিষ্কার জায়গায় নখ কাটা পেলালে গুনাহ হবে না।

কাটা নখ টয়লেটে পেলা যাবে কী?

মানব দেহের কোন কিছুই বা নখ টয়লেটে পেল যাবে না। তবে এটা গুনাহের কাজ তা নয়। কাটা নখ টয়লেটে না পেলায় উত্তম। আবার অনেকেই আঙ্গুল দিলে নখ কাটে,  এটাও উত্তম নায় তবে গুনাহের কাজ নয়।দাঁত দিয়ে নখ কাটলে অনেক ধরণের রোগ হয়, তার মধ্যে একটি হলো সাইকোসেক্সেুয়াল ডেভেলপমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *