কেয়ামতের আলামত কয়টি ও কী কী
কেয়ামত আরবি শব্দের কিয়াম থেকেই আসছে।কেয়ামত শব্দের অর্থ উঠে,মহাপ্রলয়, পুনরুত্থান ও দাঁড়ানো। বিশ্বজগত ধ্বংসের দিনকেই কেয়ামত বলা হয়। কেয়ামতে পরে একটা প্রাণিও এই বিশ্বজোরে বেচে থাকবে না। কেয়ামতের আলামত কয়টি ও কী কী মধ্যো হলো সাধারণত কেয়ামতের আলামত দুই ধরনের। তার মধ্যে একটি হলো ছোট আলামত আর অন্যটি হলো বড় আলামত।
কেয়ামতের আলামতের ছোট আলামতগুলো
কেয়ামতের আলামত কয়টি ও কী কী তার মধ্যো ছোট আলামত হলো দুই ধরণের। যথা ১/ প্রকাশিত আলামক ও ২/ অপ্রকাশিত আলামত
হযরত মোহাম্মদ সঃ নানা সময়ে নানা জায়গায় সাহাবিদেরকে কেয়ামতে ছোট আলামতের কথা বলেছেন। কিন্তু সঠিক করে ছোট আলামতের সংখ্যা কথা জানা যায়নি। তবে কিছু কিছু আলেমদের থেকে জানা যায় ১৩১টি মতো কেয়ামতের ছোট আলামত আছে। ১৩১টি ছোট আলামতের মধ্যে ৮৬টি আলামত প্রকাশিত আলামত আর ৪৫টি আলামত অপ্রকাশিত আলামত । অপ্রকাশিত কেয়ামতের আলামত গুলো যদি প্রকাশ পায় তাহলে কেয়ামত চলেআসবে।
১/ কেয়ামতের আলামতের প্রকাশিত আলামত
১৩১টি কেয়ামতের আলামতে ছোট আলামতের মধ্যে ৮৬টিকেয়ামতে ছোট আলামত প্রকাশ পেয়েছে। আপনারা অনুমানিক এখন ধারানা পেয়েছে কেয়ামতের আলামত কয়টি ও কী কী তা নিয়ে! আগে জেনেনি যে ৮৬টি কেয়ামতের ছোট আলামত প্রকাশ পেয়েছে সেইগুলো।
শেষ নবীর হযরত মোহাম্মাদ (সাঃ) এর জন্ম হওয়া
হযরত মোহাম্মদ (সঃ) এর ইন্তেকাল হওয়া
একের পর এক ফতনার আবির্ভাব
স্যাটেলাইট টিভির চ্যানেল আবিষ্কার
বাণিজ্য ব্যাপক আকার ধারণ
ব্যক্তি বিশেষ সালাম প্রধান
দ্রুত গতিতে সময় পার
ধূমপানকে হালাল করা
পরস্পর হিংসা বিদ্বেষ প্রকাশ পাওয়া
রেশমি কাপড়ের ব্যবহার বৃদ্ধি পাওয়া
পুরুষ জাতির কমে যাওয়া
ব্যাপক হারে ভূমিকম্প সৃষ্টি
ব্যাপক হারে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা
নারীর জাতির বৃদ্ধি পাওয়া
প্রতিবেশীর সাথে খারাপ আচরণ
কোরআন পড়ে বিনিময় গ্রহণ
কোরআন শরিফ ছেড়ে অন্য গন্তের প্রচার
আল্লাহর জ্ঞানছেড়ে মৌলিক জ্ঞান অর্জনের মনোনিবেশ
ব্যাপক হারে মিথ্যার সাক্ষী দেওয়া
মিথ্যা ব্যাপক আকার ধারণ
ব্যাপক হারে সত্য গোপন করা
দাসির পক্ষ থেকে মনিবের জন্মগ্রহণ
মেয়েদের সাথে আবাদ মেলামেশা বৈধ জ্ঞান প্রকাশ
অশ্লীলতার ব্যাপক আকার ধারণ
সম্পদ অর্জনে হালাল হারাম এর বিলুপ্তি
অধিক হারে আকাশ থেকে বজ্রপাত হওয়া
নির্বোধ লোকদের নেতৃত্ব
দোকানপাট ও বাজার নিকটবর্তী হয়ে যাওয়া
জাতির নেতৃত্বে সর্বনিকৃষ্ট ব্যক্তিদের আগমন
চন্দ্র বিদারণ
সাহাবা যুগের অবসান
ইমামতির জন্য মুসল্লিদের ধাক্কাধাক্কি
বায়তুল মাকদিস বিজয়
মিথ্যা নবুওয়াত দাবীদারদের আত্মপ্রকাশ
স্বল্প কাপর পরিহিত নগ্ন নারিদের আত্মপ্রকাশ
স্বামী সাথে তালমিলিয়ে ব্যাবসায় স্ত্রী অংশগ্রহণ
হেজায ভূমিতে বিশাল অগ্নি প্রকাশ
তুর্কিদের সাথে মুসলমানদের যুদ্ধ
দ্বীন ও ইসলাম সম্পর্কে মূখতা ব্যাপক আকার ধারণ
বড় বিষয়ে নিচু লোকদের বাক যুদ্ধ
ছাগলের কুআস রোগের মত মানুষের ব্যাপক প্রাণহানী
মুসলমানদের আভ্যন্তরীণ সিফফীন যুদ্ধ
ভ্রষ্ট খারেজি সম্পাদায়ের আত্মপ্রকাশ
শান্তি, নিরাপত্তা ও সচ্ছলতার জয় জয়কার
চাবুকে আঘাতকারী অত্যাচারী ব্যক্তিবর্গের আবির্ভাব
আমানতের বস্তুকে খরচের বস্তু জ্ঞানে
হানাহানি
সংঘাত ও ব্যাপক হত্যাযজ্ঞ
সারা বাজারে মুষ্টিমেয় ব্যবসায়ী প্রভাব
মানুষের হৃদয় থেকে আমানতদারী তথা বিশ্বস্ততার বিদায়
পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির পদ অনুসরণ
সুউচ্চ বাড়িঘর নির্মাণে নগ্নপদ আরব্য রাখালদের প্রতিযোগিতা
ব্যয়কুণ্ঠতা ও কার্পণ্যতা ব্যাপক আকার ধারণ
বিশ্বস্তকে বিশ্বাসঘাতক এবং বিশ্বাস ঘাতককে বিশ্বাস্ত জ্ঞান
মর্যাদাবান ব্যাক্তিদের বিলুপ্তি এবং অধীনস্থতা প্রকাশ
যুদ্ধ-লাভ্য সম্পর্কে রাষ্ট্রীয় সম্পদ জ্ঞান
যাকাত আদায়কে জরিমানা জ্ঞান
মায়ের অবাধ্য হয়ে স্ত্রীকে সন্তুষ্টিকরণ
জন্মদেওয়া পিতা-কে দূরে ঠেলে দিয়ে বন্ধু-বান্ধবকে কাছে আনয়ন
পবিত্র মসজিদে উচ্চস্বরে হৈ-হুলোড় করা
গোত্রীয় সম্প্রদায়ে পাপিষ্ঠদের নেতৃত্ব দান
আক্রমণের ভয়ে মানুষকে সম্মান দেখানো
গান-বাদ্য ও নর্তকীর নৃত্য বৈধ জ্ঞান
ফেতনার আধিক্যে মানুয়ের মৃত্যু কামনা
সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে
মসজিদগুলোকে অধিক সুসজ্জিত করার প্রতিযোগিতা
ঘরবাড়ী ডিজাইন এবং রকমারি কারুকার্য কারণ
ব্যাপকহারে লেখালেখির ও পুস্তক প্রকাশ
মুখ দিয়ে সম্পদ উপার্জন করা এবং তা নিয়ে গর্ব করা
জ্ঞানী মানুষের এবং দ্বীনের বাহকদের অভাব হবে এবং কুরআন পাঠকের প্রভাব
ছোট ও স্বল্পজ্ঞানীদের কাছে থেকে এলেম অন্বেষণ
আকস্মিক মৃত্যুর হার বৃদ্ধি
দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যশীল ব্যাক্তিলুকা ইবনে লুকা
মসজিদকে যাতায়াত ও পারাপারের পথ হিসেবে ব্যাবহার
মোহরের মূল্যবৃদ্ধি অতঃপর হ্রাস
অশ্বের মূল্যবৃদ্ধি অতঃপর হ্রস
মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধে সকল বিধর্মী রাষ্টের একক অবস্থান
মুমিনের সত্য স্বপ্ন
প্রকাশ্য অশ্লীলতা ও ব্যভিচার
ব্যাপকহারে মানুষের দেহে মাংসলতা ও স্হূলতা বৃদ্ধি
কামনা ছাড়া সাক্ষ্য দিতে রাজীহয়ে এমন লোকদের আত্মপ্রকাশ হবে
মানত করে পূর্ণ না করা ব্যাক্তিদের আত্মপ্রকাশ
সমাজের উচ্চপদস্হ লোক কর্তৃক গরিবদের মাল সম্পদ কৌশলে লুট
আল্লাহর নাযিলকৃত বিধানের বাস্তবায়ন পরিত্যাগ
খৃষ্টানদের আধিক্য এবং আরব মুসলিমদের হ্রাস
নিত্যনতুন অত্যাধুনিক যান বাহন আবিষ্কার
মক্কা নগরীর ভবনগুলো আকাশ সমান উঁচু করে নির্মাণ
২/ কেয়ামতের আলামতের অপ্রকাশিত আলামত
কেয়ামতে আলামত কয়টি ও কী কী মধ্যে এখন জানবো অপ্রকাশিত ৪৫টি আলামত। যে ছোট আলামতের কথা হযরত মোহাম্মদ সঃ বলেছিলেন কিন্তু এখনো প্রকাশ পায়নি আলহামদুলিল্লাহ! যদি এই অপ্রকাশিত আলামত গুলো যদি প্রকাশ পায় তাহলে এই বিশ্বজগৎ শেষ হবার সময় চলে আসছে। আল্লাহ সবাইকে ইমানের সাথে এই পৃথিবী থেকে মৃ্ত্যু হবা তোফিক দান করোন।আমিন!
মানুষের মাঝে ধনসম্পদের অত্যাধিক্য দেখা দেবে
ভূমির নিচের খনিজ সম্পদ প্রকাশ পাবে
চেহারা বিকৃতির ঘটনা বৃদ্ধি পাবে
ভূমিধ্বস এর আবির্ভাব হবে
আকাশ থেকে পাথর নিক্ষেপিত হবে
বৃষ্টি হলেও ফসলের বরকত হবে না
যা আরবদেরকে প্রায় শেষ করে দিবে ব্যাপক ফিতনা
নদীতে স্বর্ণের খনি উন্মােচিত হবে ইরাকের ফুরাত থেকে।
অক্ষমতাকে মেনে নিতে বাধ্য করা হবে অথবা প্রকাশ্য অপরাধ করবে
আরব উপদ্বীপ সবুজ শ্যামল পরিবেশ এবং নদীনালায় পূর্ণ হবে
নতুন চাঁদ বড় আকারে দেখা যাবে
সকল মুসলমান শামে হিজরত করবে
পর্বতমালা নিজ জায়গা থেকে সরে যাবে
এক মহান মান্যবর ব্যক্তির আবির্ভাব হবে কাহতান গােত্র থেকে
জাহজাহ নামক ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে
চতুষ্পদ জন্তু এবং জড়বস্তুর সাথে মানুষ কথা বলবে
লাঠির অগ্রভাগের সাথে মানুষ কথা বলবে
জুতার ফিতার সাথে মানুষ কথা বলবে
ঘরে কি হচ্ছে উরুর পেশি মানুষকে এর সংবাদ প্রদান করবে
কাবা ঘরে হজ্জ করা বন্ধ হয়ে যাবে
পুনঃ আরব গােত্র মূর্তি পূজায় প্রত্যাবর্তন করবে
কুরাইশ বংশের বিলুপ্তি ঘটবে
পরবর্তী মুসলমানরা পূর্ববর্তী মুসলমানদের গালমন্দ করবে
একজন কালাে হাবশী অর্থাৎ বর্তমান ইথিউপিয়ার একজন লােকের হাতে কাবা ঘর ধ্বংস হবে
পলায়ন এবং যুদ্ধ এর ফেতনা প্রকাশ পাবে
সচ্ছলতার ফেতনা প্রকাশ পাবে
অন্ধকার ফেতনার আবির্ভাব হবে
ইমাম মাহদীর আবির্ভাব হবে
যুদ্ধ করতে আসা বিশাল নামধারী ইমাম মাহদীর বিরুদ্ধে মুসলিম বাহিনী মাটির নিচে ধ্বসে যাবে
মুসলমান এবং খৃষ্টানদের মধ্যে বৃহত্তম যুদ্ধ সংঘটিত হবে
মুসলমানরা বর্তমান তুরস্কের রাজধানী ইস্তাম্বুল বিজয় করবে। সেনাপতি মুহাম্মদ ফাতেহের নেতৃত্বে ইসলামের প্রাথমিক যুগে একবার বিজয় হয়েছিল। তবে শেষ জমানায় ইমাম মাহদীর বাহিনী পূনরায় তা বিজয় হবে।
ত্যাজ্য সম্পদ বণ্টনের সুযােগ থাকবে না
গণিমত সম্পদ অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে আনন্দ উল্লাসের সুযােগ থাকবে না
তীর ও তলােয়ার এবং অশ্বের যুগ আবারো প্রত্যাবর্তন করবে
জেরুজালেমের আশেপাশে জনবসতি বৃদ্ধি পাবে
বিনাশের সম্মুখীন হয়ে মদিনা বসতি ও আগন্তুক শূন্য হয়ে যাবে
মদিনা থেকে সকল কাফের ও মুনাফিক বের হয়ে যাবে।
মুসলমানদের সাহায্যে জন্য গাছপালা কথা বলবে
মুসলমানদের সাহায্যে জন্য পাথর কথা বলবে
মুসলমানদের সর্বশেষ যুদ্ধ হবে ইহুদীদের বিরুদ্ধে এবং বিজয়ী হবে
একটি মাত্র সেজদা সারা দুনিয়া অপেক্ষা শ্রেষ্ঠতা লাভ করবে।
এমন বৃষ্টি হবে, যা সকল জনপদকে ভাসিয়ে নিয়ে যাবে।
মুমিনদের রূহ ছাড়িয়ে নিতে আল্লাহর পক্ষ থেকে সুবাতাস প্রেরণ করা হবে
কেয়ামতের পূর্বমুহূর্তে সকল মুমিনের মৃত্যু হবে।
কাগজের পাতা (সংরক্ষিত সকল স্থান থেকে) এবং মানুষের অন্তর থেকে কুরআন উঠিয়ে নেয়া হবে।
আজকে আমরা শিখলাম কেয়ামতের ছোট আলামত কয়টি ও কী কী ! কেয়ামতে ছোট ছোট আলামতের থেকে পরিত্রর বা পরিহার করার তোফিক দান করুন আমিন এবং নিজ নিজ দায়িত্বে যে যতটুকু জানি ইসলাম প্রচার করি।
২/ কেয়ামতের আলামতের বড় আলামত
কেয়ামতে আলামত কয়টি ও কী কী মধ্যে আরেকটি হলো বড় আলামত । কেয়ামতের আলামতের মধ্যে, বড় আলামতের সংখ্যা হলো ১০টি। কেয়ামতের এই ১০টি আলামত হলো কেয়ামতের বড় নির্দেশন! কেয়ামতের বড় আলামতের মধ্যে একটিও যদি প্রকাশ পায় তাহলে কেয়ামত সংঘটিত হবার জন্য আর বেশি দিননেয়। কারণ কেয়ামত বড় ১০টি আলামত প্রকাশ পাবার আগে অনেক গুলো ছোট আলামত প্রকাম পেয়েগেছে। আর ছোট আলামতের মধ্যে অল্প কিছু আলামত আছে যা এখনো প্রকাশ পায়নি আলহামদুলিল্লাহ।
ধোঁয়া
দাজ্জাল
প্রাচ্যে ভূমিধ্বস
বিশাল অগ্নিপাত
পাশ্চাত্যে ভূমিধ্বস
আরর উপদ্বীপে ভূমিধ্বস
ইয়াজুজ মাজুজের উদ্ভব
পশ্চিম দিগন্তে সূর্যোদয়
হযরত ঈসা(আঃ) এর আগমন
অদ্ভুত প্রাণী বা দাব্বাতুল আরদ