কবরে কী সম্পর্কিত পশ্ন করা হবে এবং মৃ্তদেহের পচন। মৃতদেহের পচন কত দিনে কী কী হয়।
কবরে কী সম্পর্কিত পশ্ন করা হবে এবং মৃ্তদেহের পচন। মৃতদেহের পচন কত দিনে কী কী হয়। আপনিক এখন ১৫ টা প্রশ্ন উত্তর শিখলেন। আরো ইসলামিক প্রশ্ন উত্তর শিখুন এবং নিজের জীবনে কাজে লাগান।আমিন!
➤ প্রশ্নঃ কবরে কয়টি প্রশ্ন করা হবে?
উত্তরঃ তিনটি
➤প্রশ্নঃ কবরের প্রথম প্রশ্ন কী?
উত্তরঃ তোমার রব কে?
উত্তরঃ আল্লাহর তায়ালা
➤প্রশ্নঃ কবরের দ্বিতীয় প্রশ্ন কী?
উত্তরঃ তোমার দ্বীন কি?
উত্তরঃ ইসলাম
➤প্রশ্নঃ কবরের তৃতীয় প্রশ্ন কী?
উত্তরঃ তোমার নবী কে বা এই ব্যাক্তি কে?
উত্তরঃ হযরত মোহাম্মদ (সঃ)
➤প্রশ্নঃ কবরে মোট কয়টি প্রশ্ন করা হবে?
উত্তরঃ চারটি
➤প্রশ্নঃ কবরের চার নাম্বার প্রশ্ন কী?
প্রশ্নঃ তিনটি উত্তর কোথায় থেকে শিখলেন?
উত্তরঃ কুরআন শরিফ থেকে
➤প্রশ্নঃ কবরে কয়জন ফেরেশতা আসবে বা প্রশ্ন করবে?
উত্তরঃ দুইজন
➤প্রশ্নঃ কবরের ফেরেশতাদের নাম কি?
উত্তরঃ ১/ মুনকার ও ২/ নাকির
➤প্রশ্নঃ মৃতদেহের সবার আগে কিসে পচন ধরে?
উত্তরঃ নাকের।
➤প্রশ্নঃ মৃতদেহের কতদিন পরে পচন শুরু করে?
উত্তরঃ ৩ দিন।
➤প্রশ্নঃ মৃত্যুর কতদিন পরে নখ ঝরে পরে?
উত্তরঃ ৬ দিন
➤প্রশ্নঃ মৃত্যুর কতদিন পরে চুল ঝরে পরে?
উত্তরঃ ৯ দিন
➤প্রশ্নঃ ১৭ দিন পরে মৃত দেহের কী হয়?
উত্তরঃ ফেট পেটে যায়।
➤প্রশ্নঃ মৃতদেহের থেকে কত দিন পরে মাংস ঝরে পরে?
উত্তরঃ ৬০ দিন পরে।
➤প্রশ্নঃ হাড় পৃথক হয় কতমত দিনে?
উত্তরঃ ৯০ তম দিনে।
যে সব প্রশ্ন উত্তর আজকে শিখলাম। যাচাই করি প্রশ্ন উত্তর
- কবরে কয়জন ফেরেশতা আসবে বা প্রশ্ন করবে?
- ১৭ দিন পরে মৃত দেহের কী হয়?
- হাড় পৃথক হয় কতমত দিনে?
- মৃতদেহের থেকে কত দিন পরে মাংস ঝরে পরে?
- মৃত্যুর কতদিন পরে নখ ঝরে পরে?
- মৃতদেহের কতদিন পরে পচন শুরু করে?
- কবরের তৃতীয় প্রশ্ন কী?
- তোমার নবী কে বা এই ব্যাক্তি কে?
- কবরের দ্বিতীয় প্রশ্ন কী?
- তোমার দ্বীন কি?
- কবরের প্রথম প্রশ্ন কী?
- তোমার রব কে?
- কবরে কয়টি প্রশ্ন করা হবে?